পয়লা বৈশাখে কেন প্রচলন হাল খাতা ?

ডেস্ক: সামনেই আসছে পয়লা বৈশাখ । বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানানোর উদ্দ্যেশ্যে নানান ধরণের আয়োজন থাকে। “হালখাতা” তারমধ্যে অন্যতম। নিছক হিসেবের খাতা হালনগদ করার আনুষ্ঠানিকতাই নয়, পয়লা বৈশাখে ব্যবসায়ীরা আয়োজন করেন হালখাতা।

ফুলমালা দিয়ে সাজিয়ে দোকানে দোকানে এদিন গণেশের পুজো করা হয়।নানান ধরণের আয়োজন করা হয়, এছাড়া মিষ্টির ব্যবস্থা ও থাকে। নতুন খাতার প্রথম পাতায় নতুন কিছুর সূচনার প্রতীক হিসেবে স্বস্তিক এঁকে শুরু হয় নতুন বছরের হিসেব নিকেশ।

নতুন বছরে যাতে ব্যবসা-বাণিজ্য ভালো চলে, সিদ্ধিদাতা গণেশের কাছে ব্যবসায়ীরা তারই প্রার্থনা করেন। কিন্তু ডিজিটাল যুগে সবকিছুই এখন কম্পিউটার নির্ভর। তাই স্বাভাবিক ভাবেই কমে গিয়েছে হিসেব রাখার খাতার ব্যবহারও। আগের থেকে অনেকটাই জৌলুস হারিয়েছে পয়লা বৈশাখের এই হালখাতার উৎসব।।

আসন্ন বাংলার নববর্ষ, এই ডিজিটাল যুগেও ঐতিহ্য রক্ষার্থে ও ব্যবসার মঙ্গল কামনায় কম বেশি প্রায় প্রতিটি ব্যবসায়ীদের মধ্যে রয়েছে হাল খাতার প্রচলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *