‘দুয়ারে সরকার’ প্রচারে ফোন মুখ্যমন্ত্রীর, এই অডিয়ো বার্তা পাচ্ছেন আমজনতাও।
ডেস্ক: আর পাঁচটা ফোনের মতোই, একটি ফোন এসেছিলো। নম্বরটা ছিল অচেনা। কলটা রিসিভ করতেই চমকে ওঠেন হাওড়া এর বাসিন্দাটি। ওপ্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠস্বর। ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি…।’ মুখ্যমন্ত্রীর অডিয়ো বার্তা পাচ্ছেন আমজনতা ও।
সামনে পঞ্চায়েত ভোট। তার আগে ১লা এপ্রিল থেকে ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির। এ বারে শিবির নিয়ে যাওয়া হচ্ছে একেবারে বুথে। শিবিরের প্রচারে মুখ্যমন্ত্রীও। বার্তায় জানানো হচ্ছে, ‘প্রত্যেকটি মানুষ যাতে আমাদের মা-মাটি-মানুষের সরকারের পরিষেবা হাতের নাগাল পান, তাই আমাদের সরকার ১লা এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি করছে। আপনারা পরিষেবা পেতে নিকটবর্তী ক্যাম্পে অংশগ্রহণ করুন’। সরকারি পরিষেবা হাতের নাগালে পৌঁছে দিতেই শিবির। এই বার্তাও দেওয়া হচ্ছে , পরিষেবা নিয়ে কোনও অভিযোগ থাকলে শিবিরে যান। মমতার বার্তা, ‘বাংলার উন্নয়নে এই মহাযজ্ঞে শামিল হন। আমাদের ধন্য করুন।’
এ বার ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ষষ্ঠ পর্ব। অনেকে মনে করেন, শিবিরের এমন প্রচার এই প্রথম। পঞ্চায়েত ভোট সামনেই। তাই কী এমন অভিনব প্রচারের পরিকল্পনা, চর্চা অব্যাহত। বিভিন্ন মহল মনে করাচ্ছে, গত বিধানসভা ভোটের আগে ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মমতাকে নবান্নে ফিরতে সাহায্য করেছিল এই কর্মসূচি। গত বছরের শেষে কর্মসূচির পঞ্চম পর্ব হয়েছে। এ বার ওই কর্মসূচির ষষ্ঠ পর্ব।