আর্থিক বছরের প্রথম দিন, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে কমল গ্যাসের দাম।
ডেস্ক: মার্চ এর শুরুতেই মানুষের চিন্তা বাড়িয়ে,দাম বেড়েছিল গ্যাস সিলিন্ডারের! তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ৫০ টাকা বাড়ানো হয়েছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছাড়ায় ২ হাজার। দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়ে যায়। তবে আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল কিছুটা স্বস্তি দিয়ে কমল গ্যাসের দাম।
বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ও শিল্পে ব্যবহৃত RSP গ্যাস সিলিন্ডারের দাম কমছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হল ২১৩২ টাকা। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমল প্রায় ৯২ টাকা।
মার্চ মাসে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের ৯.৫৯ কোটি উপক্ষোক্তা বার্ষিক প্রতি ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি পাবেন। যে সমস্ত পরিবার ১২টি ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের জন্য যোগ্য, তাদের যে কোনও অতিরিক্ত সিলিন্ডার বাজার মূল্যে কিনতে হবে৷
বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও এবার একই রইল ডোমেস্টিক এলপিজির দাম। মার্চের শুরুতেই ৫০ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম হয় ১ হাজার ১২৯ টাকা। যার ফলে সাধারণ মানুষের মাথায় হাত। তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। সেইমতো এপ্রিল শুরু তেই সামনে এল গ্যাসের নতুন দাম।