করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ফ্লার্ট কতটা ক্ষতিকারক

করোনা ভাইরাসের পর ওমিক্রন নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। সেই ওমিক্রনের দাপট এখন অনেকটাই কমে গিয়েছে। কিন্তু সম্প্রতি আরেকটি নয়া প্রজাতি কোভিড ভাইরাসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্টের এই বিশেষ ভ্যারিয়্যান্টটি দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। যার জেরে ফের আতঙ্কে রয়েছে বিশ্বের অন্যান্য দেশগুলি।
একাধিক সংবাদমাধ্যম অনুযায়ী, ওমিক্রনের বেশ কয়েকটি নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে প্রধানত দুটি বেশি সংক্রমণাত্মক বলে জানাচ্ছেন গবেষকরা। এই সংক্রমণাত্মক ভাইরাসগুলিকেই একসঙ্গে বলা হচ্ছে ফ্লার্ট।
এই উপসর্গের তালিকা গুলি দিয়েছেন বিজ্ঞানীরাই :
কাশি
সর্দি
নাক থেকে জল পড়া
গলা ব্যথা
প্রচণ্ড ক্লান্তিভাব
জ্বর বা কাঁপুনি দিয়ে জ্বর
মাথা ব্যথা
গায়ে ব্যথা
খাবারের স্বাদ না পাওয়া
রোগ প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে জানে ওমিক্রনের এই নতুন সাবভ্যারিয়্যান্টগুলি।
নয়া ধরনের এই সাবভ্যারিয়্যান্ট নিয়ে আতঙ্ক ছড়ালেও এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকদেরই একাংশ। সংবাদমাধ্যম আইএএনএস-কে ফর্টিস হাসপাতালের চিকিৎসক স্বপ্নীল খাড়া বলেন, এই ভাইরাস নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। তবে একই সঙ্গে সতর্ক থাকাও জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *