গরমের ছুটি শেষ !
ভোট মিটতেই স্কুল খুলবে রাজ্যে এই দিন
ডেস্ক: গত ১ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে গরমের ছুটি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। লোকসভা ভোটের আবহে গরমের ছুটি বাড়ে মোট ১২ দিন। এরপর তীব্র গরমের জেরে আরও এগিয়ে আনা হয় ছুটি । সেই অনুসারে আগামী ৩ জুন থেকে স্কুল খুলে যেতে পারে।
১ এপ্রিলের বিজ্ঞপ্তি অনুসারে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা হয় স্কুলে। ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু হয় লোকসভা ভোটের প্রথম দফা। প্রথম দফায় ভোট ছিল উত্তরবঙ্গে। তাই প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ ছিল।
আবার দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, ২ দিনাজপুরে স্কুল বন্ধ ছিল। তার পরের দফার ভোটগুলি গরমের ছুটির মধ্যেই পড়ে যায়। মধ্যশিক্ষা পর্ষদের পর জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদও একই সিদ্ধান্ত নেয়।
এরপর গরমের জেরে আরও এগিয়ে আনা হয় গরমের ছুটি। ২২ এপ্রিল থেকেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয় রাজ্য সরকারি স্কুলে। এপ্রিলের ১৭ তারিখ নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় স্কুল শিক্ষা দফতর।
এদিকে ইতিমধ্যেই গরমের ছুটি বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি উঠতে শুরু করে দিয়েছে। সম্প্রতি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফ থেকে বিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। দুই শিক্ষক সংগঠনের তরফ থেকে বয়াল হয়েছে, এক দফায় এত দীর্ঘ ছুটি না দিয়ে এবার বিদ্যালয়গুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। কয়েকদিন পর যদি অত্যধিক গরম পড়ে তখন নাহয় আবার ছুটি দিয়ে দেওয়া যাবে।