তৃণমূল জমানার সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ডেস্ক: তৃণমূল জমানার সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এর মধ্যেই OBC সংরক্ষণ নিয়েও রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। মুসলমানকে OBC করার সার্টিফিকেট দিয়ে তৃণমূল সরকার তোষণের রাজনীতির সীমা ছাড়িয়েছে বলে বুধবার ফের সরব হয়েছেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার। এবার তৃণমূল আমলে দেওয়া, সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিল আদালত। লোকসভা ভোটের আবহে, এই OBC-দের সংরক্ষণ নিয়ে রাজনীতির হাওয়া জোরাল হয়েছে। বুধবারও এ রাজ্যে এসে অমিত শাহ দাবি করেছেন, OBC-সহ অনগ্রসর গোষ্ঠীর সংরক্ষণের আওতায়, ঘুরপথে মুসলমানদের ঢোকাতে চাইছে বিরোধীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কলকাতা হাইকোর্ট এই INDIA জোটকে সজোরে থাপ্পড় মেরেছে। আদালত ২০১০-এর পর সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিয়েছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাই বোনেরা, আজ আমি আপনাদের জিজ্ঞাসা করতে এসেছি যে OBC-দের যে সংরক্ষণ আছে, সংরক্ষণ চালু থাকা উচিত কি উচিত না? জোরে বলুন, এই কংগ্রেস দল, INDIA জোট মুসলমানদের সংরক্ষণ দিয়ে… দলিত, আদিবাসীদের সংরক্ষণ ছিনিয়ে নিতে চায়। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি যতদিন নরেন্দ্র মোদিজি আছেন SC, ST, OBC-দের সংরক্ষণকে কেউ হাত লাগাতে পারবে না। কেউ হাত লাগাতে পারবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *