লক্ষ লক্ষ টাকা উদ্ধার হাওড়া ব্রিজ থেকে

ডেস্ক: হাওড়া ব্রিজে টাকা উদ্ধার কলকাতা ভোটের আগেই । নাকা চেকিংয়ের সময় ৪ বাইক আরোহীর কাছে মিলল ১০ লক্ষ ১৩ হাজার টাকা। ওই ব্যক্তিরা টাকা নিয়ে যাওয়ার সময় উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় , কার টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উত্তর দিতে না পারায় ৬ জনকে আটক করেছে গোলা বাড়ি থানার পুলিশ।

কলকাতা শহরে এই প্রথম লক্ষ লক্ষ টাকার উদ্ধারের ঘটনা ঘটেনি। কিন্তু যেহেতু ভোট চলছে, তাই নাকা চ্যাকিং এ ধরাও পড়ছে বেশি। একটু পিছনে ফিরে তাঁকালে গত ভোটগুলির আগে পরে ভুরিভুরি এমন ঘটনা ঘটেছে। কলকাতার বালিগঞ্জ , ট্যাংরা থেকে শুরু করে হুগলি, কোনও জেলাই খুব একটা বাদ নেই। এরআগে বালিগঞ্জের ট্যাক্সি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ ক্যাশ টাকা। ট্যাংরায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা হাতে উঠে এসেছিল প্রায় পৌনে ১ কোটি টাকা।

তবে এত গেল নিত্য দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের মাঝের ঘটনা। রাজনৈতিক ক্ষেত্রেও কম ছবি প্রকাশ্যে আসেনি। হাতে হাতে টাকা নেওয়ার ছবি থেকে , খাটের নিচে টাকা, গুপ্ত কুঠুরিতে টাকা, শৌচালয়ে টাকার পাহাড়ের অজস্র উদাহরণ বহন করে চলেছে এই রাজ্য। নিয়োগ দুর্নীতিতে একাধিক ঘটনা সামনে এসেছে। তবে কোথা থেকে এই টাকা আসছে, কেনই বা আসছে, এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

টাকার প্রসঙ্গ যখন উঠল, রাজ্যে ভুয়ো টাকার ট্রাঙ্ক ধরার ঘটনাও কম ঘটেনি। থরে আশল নোটের মত দেখতে টাকা, আদতে সব নকল, এমন ঘটনাতেও চক্ষু চড়কগাছ হয়েছে গোয়েন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *