মাঝে মাঝে দিনের আকাশেও চাঁদের দেখা মেলে কেন?

ডেস্ক: কখনও কখনও দিনের বেলাতেও আকাশে চাঁদকে দেখতে পাওয়া যায়। কখনও পূর্ণ আকারে, কখনও আবার অর্ধেক। কেন এমনটা ঘটে, এই প্রশ্ন নতুন নয়।

দিনের বেলা আকাশে চাঁদের দেখা মেলে কেন, এই প্রশ্ন আজকের নয়। তাই উত্তর খুঁজতে নেমে পড়েন বিজ্ঞানীরা। তাঁদের মতে যে কারণে রাতের আকাশে চাঁদকে দেখে যায়, একই কারণে দিনের বেলাতেও দর্শন মেলে।

বিজ্ঞানীদের মতে, দিনের বেলা আকাশে চন্দ্রদর্শন নির্ভর করে পৃথিবী থেকে উপগ্রহের দূরত্বের উপর। পৃথিবীর যত কাছাকাছি অবস্থান করে চাঁদ, ততই উজ্জ্বল হয়ে ওঠে।

সূর্যের আলোই চাঁদের উপর পড়লে, তা প্রতিফলিত হয়। এর ফলেই চাঁদকে দেখতে পাই আমরা। পৃথিবী থেকে দূরত্ব যত কম হবে, ততই উজ্জ্বল রূপে ধরা দেবে চাঁদ। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান বলেই পৃথিবী থেকে দৃশ্যমান উজ্জ্বলতম মহাজাগতিক বস্তু চাঁদ।

সবসময় যদিও দিনের বেলা আকাশে চাঁদকে দেখা যায় না। এর জন্য পৃথিবীর বায়ুমণ্ডল যেমন দায়ী, তেমনই দায়ী চাঁদের গতিচক্রও। পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে, দিন-রাত সর্বক্ষণই চাঁদের দেখা মিলত আকাশে।

পাশাপাশি, পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ যখন যেখানে অবস্থান করে, তার উপরও অনেক কিছু নির্ভর করে। অমাবস্যার সময় যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে চাঁদ, চাঁদের উজ্জ্বল দিকটি পৃথিবীর অভিমুখে থাকে না। বরং অন্ধকার দিকটি থাকে। এর ফলে পৃথিবী থেকে চাঁদকে সেই সময় দেখা যায় না।

পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের কণা রয়েছে। এর ফলে সূর্যের আলো পড়লে, তা বিক্ষিপ্ত হয়ে স্বল্প দৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্যে পরিণত হয়, যা নীল বা বেগুনি হয়ে ধরা দেয় আমাদের চোখে। এর ফলেই আকাশের রং নীল বলে ঠাহর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *