গরম কালে কেন অতিরিক্ত গরম হয়ে যায় ইলেকট্রনিক ডিভাইস ?

ডেস্ক: গরমকালে আমাদের সকলের বাড়িতেই ফোন ,টিভি ,ফ্যান, ফ্রিজ, এসি এমনকি ল্যাপটপ খারাপ হওয়ার ব্যাপার লক্ষ্য করা যায়।
শুধু যে এইসব ইলেকট্রনিক ডিভাইস গরম হয়ে যায় তা কিন্তু নয়। অনেক বড় বিপদও হতে পারে। যেমন ধরুন কোনও ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হয়ে গিয়ে ফেটে যেতে পারে। তার জেরে চোট-আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।

ল্যাপটপ কিংবা টিভির মতো ইলেকট্রনিক ডিভাইস নাগাড়ে ব্যবহার হতে থাকে। ফলে এইসব ডিভাইস গরম হয়ে যাওয়া স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ডিভাইস থেকে ভিতরে জমে থাকা অতিরিক্ত তাপ নির্গত হতে পারে না। আর সেই কারণেই টিভি, ল্যাপটপ এইসব ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা দেখা যায়। সঠিকভাবে তাপ নির্গমন করতে না পারা একটা বড় কারণ। বেশিরভাগ বাড়িতেই ল্যাপটপ কিংবা টিভি এমন জায়গায় রাখা হয় যে ডিভাইসের ভেন্টিলেশন সঠিক প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পায় না। তাই এমন জায়গায় টিভি, ল্যাপটপ এগুলি রাখা জরুরি যাতে ডিভাইস গরম হয়ে গেলেও অতিরিক্ত তাপ ডিভাইস থেকে বেরিয়ে যেতে পারে। তার ফলে ডিভাইস ঠান্ডা হবে এবং বিপদের সম্ভাবনা কমবে।

গরমের দিনে নাগাড়ে টিভি, ফ্রিজ, ফ্যান, ল্যাপটপ- এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত নয়। একটানা ব্যবহার করলে ডিভাইস গরম হতে বাধ্য। সম্ভব হলে মাঝে মাঝে বিরতি দিন। ধরুন যেসময়ে টিভি দেখছেন না বা ল্যাপটপে কাজ করছেন না কিংবা ঘরে থাকছেন না তখন ফ্যান বন্ধ করে দিন। এর ফলে ডিভাইস টেকসই হবে।

গরমের মরশুমে যেহেতু বাইরের তাপমাত্রা অত্যধিক থাকে, তার জন্যও ঘরের ভিতরে থাকা ইলেকট্রনিক জিনিস দ্রুত গরম হয়ে যায়। এর জন্য চেষ্টা করুন ল্যাপটপে কাজ করলে এসি ঘরে বসে কাজ করতে। তাহলে আপনার ডিভাইস তুলনায় কম গরম হবে এবং ল্যাপটপের মেয়াদ বাড়বে।

অনেকসময় আমরা বাড়ির বিভিন ইলেকট্রনিক ডিভাইস সঠিকভাবে পরিষ্কার করি না। হয়তো আমরা ভাবি যে সব ঠিকমতো পরিষ্কারই রয়েছে। কিন্তু বাস্তবে তা থাকে না। ইলেকট্রনিক ডিভাইসে ধুলো জমে থাকলে ডিভাইস সহজে গরম হয়ে যায়। এই তালিকায় স্মার্টফোন, এসি, ল্যাপটপ সবই থাকতে পারে। তাই ইলেকট্রনিক ডিভাইস গরমের মরশুমে বলা ভাল সারা বছরই ভালভাবে পরিষ্কার করে রাখা জরুরি। এর ফলে ওইসব ইলেকট্রনিক ডিভাইস অনেকদিন টিকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *