কঙ্গনা রানাওয়াতকে সপাটে চড় CISF জওয়ানের!
ডেস্ক: কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ চণ্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। কৃষক আন্দোলনের বিরুদ্ধে কথা বলার জন্য এই পদক্ষেপ।
জানা গিয়েছে, মহিলা সিআইএসএফ জওয়ানের নাম কুলবিন্দর কউর। অভিনেত্রী-সাংসদ দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন। শোনা যাচ্ছে, কৃষকদের নিয়ে কঙ্গনার মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। তার পরই আজকের ঘটনা। কঙ্গনার রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, অভিনেত্রী চণ্ডীগড় বিমানবন্দরের ভিতরে ঢুকে যাওয়ার পর এই ঘটনা ঘটে। তার পরই সিআইএসএফ রক্ষীদের সরিয়ে দিতে দাবি জানানো কঙ্গনার টিমের তরফে। যত দ্রুত সম্ভব, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করা হয় বলে খবর। দিনদুয়েক আগেই প্রকাশ হয়েছে ভোটের ফল। মাণ্ডি থেকে বিজেপির টিকিটে জেতেন কঙ্গনা। আর তাই, পার্লামেন্টে যোগ দিতে দিল্লির দিকে রওনা দিচ্ছিলেন তিনি। এর মধ্যেই তাঁকে চড় মারার অভিযোগে হইচই।
বিতর্কিত কৃষি আইন নিয়ে ২০২০-২১ সালে যখন বিক্ষোভ তুঙ্গে, তখন পঞ্জাবের এক মহিলা কৃষককে ‘বিলকিস বানো’ বলে বসেছিলেন কঙ্গনা। অশীতিপর বিলকিস আসলে ছিলেন শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ। কৃষক বিক্ষোভের সময়, পঞ্জাবের এক মহিলাকে সেই বিলকিস বানো বা ‘শাহিনবাগ দাদি’ সম্বোধন করে এক্স হ্যান্ডেলে পোস্ট করার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। কিন্তু নেটিজেনরা তাঁর ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে সেই পোস্ট মুছে দেন তিনি, এমনও শোনা যায়। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে সেই ঘটনার কথা লোকসভা ভোটের আগে মনে করিয়ে আহ্বায়ক হরিশ চৌহান জানিয়েছিলেন, তাঁরা মাণ্ডি লোকসভার কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করবেন। হরিশের নাম করে স্পষ্ট একথা জানানো হয়, যেহেতু তিনি বিধানসভায় কৃষক-স্বার্থের কথা তুলেছেন এবং সবসময় সংযুক্ত কৃষক মোর্চার অংশ ছিলেন, তাই তাঁকেই সমর্থন করা হবে। সে সব অবশ্য কঙ্গনার জয়ের পথে কাঁটা হয়নি। ৭৪ হাজার ৭৫৫ ভোটে জিতেছেন, ভোটে লড়ে সাংসদ হয়েছেন প্রথম বারের চেষ্টাতেই।