জম্মু কাশ্মীরে ফের সন্ত্ৰাসবাদী হামলা!

ডেস্ক: আবার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর । গত তিন দিনের মধ্যে তৃতীয়বার রক্তক্ষয়ী সন্ত্রাসবাদী হামলা । জম্মু ও কাশ্মীরের রিয়াসি ও কাঠুয়ার পর এবার জঙ্গিদের গুলির আওয়াজে কেঁপে উঠল ডোডা । রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেশন ঘাঁটিতে চলে সন্ত্রাসবাদী হামলা। বর্তমানে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুক লড়াই চলছে বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলবার গভীর রাতে ডোডার ছত্তরগলা এলাকায় সেনা ও পুলিশের যৌথ চেকপয়েন্টে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। নির্বিচারে চলে গুলি। নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে শুরু হয় এনকাউন্টার। হামলার ঘটনায় পাঁচ সেনা জওয়ান সহ একজন এসপিও আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

ডোডায় সন্ত্রাসী হামলার বিষয়ে এডিজিপি জম্মু আনন্দ জৈন জানিয়েছেন বর্তমানে সন্ত্রাসীদের ঘিরে রাখা হয়েছে। পুরো এলাকা অবরুদ্ধ। অপারেশন চলছে। উল্লেখ্য, গতকালই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও দু’জন। সেই মারণ হামলার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ডোডায় এই হামলা চালানো হয়।

সূত্রের খবর, রাতের অন্ধকারে সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে জঙ্গিরা পাহাড়ের ওপরের দিকে পালিয়ে যায়। জঙ্গিদের ধাওয়া করে তাদের পিছু নিয়েছে যৌথ বাহিনীর জওয়ানরা। এখনও অভিযান জারি রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই জারি রয়েছে ওই এলাকায়।
প্রসঙ্গত, তিন দিন আগে জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। নির্বিচারে চলে গুলি। সেই হামলার ঘটনায় ৯ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও বহু। সেই রেশ কাটতে না কাটতেই ব্যাক টু ব্যাক সন্ত্রাসবাদী হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *