শিয়ালদা মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত!
ডেস্ক: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা।
মালগাড়ি কিংবা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তীব্রতা কি অত্যন্ত বেশি ছিল? সেই কারণেই এতটা ক্ষয়ক্ষতি? এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। একাটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধারকাজেও দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। যাত্রীরা আটকে পড়তে পারেন, প্রাথমিকভাবে এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছেছে সেখানে। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে হঠাৎই ভয়ঙ্কর আওয়াজ পান স্থানীয়রা। সঙ্গে ভয়ঙ্কর আওয়াজ। সেই আওয়াজ শুনেই ছুটে আসেন স্থানীয়রা। আতঙ্কগ্রস্থ যাত্রীরা নেমে আসেন। তবে এখনও অনেক যাত্রীদের আঁটকে থাকার আশঙ্কা রয়েছে।
এই ঘটনার খবরে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে হতবাক। বিশদ বিবরণের অপেক্ষায় আছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির ধাক্কা লেগেছে। উদ্ধার, পুনরুদ্ধার, চিকিৎসা সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিত্সক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়।