৭জেলায় তুমুল বর্ষণ !
ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর জেরে সোমবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। যদিও দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২১ জুলাই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রবিবার ছুটির দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়ও হতে পারে। সোমবার বৃষ্টির রেশ কমবে। সপ্তাহের প্রথম দিন বৃষ্টির হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।