বড়দিনের আগেই বৃষ্টির সম্ভাবনা !
ডেস্ক: বড়দিনের আগেই ভিজবে শহর । দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যা সংলগ্ন এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে উত্তরেও বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বড়দিনে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
শীতের পথে কাঁটা পরপর পশ্চিমী ঝঞ্চায় আটকে উত্তুরে হাওয়া। একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। উত্তর-পশ্চিমের অবাধ হাওয়া না আসায় আগামী তিন-চার দিন একই রকম থাকবে রাজ্যের তাপমাত্রা। বর্ষ শেষের আগে পারা পতনের সম্ভাবনা কম। ২৭ ডিসেম্বরের পর তাপমাত্রা সামান্য নামতে পারে। তবে এই বছর জাঁকিয়ে শীতের সম্ভবনা থাকছে না, জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস।