বড়োদিনে বৃষ্টি , তবে জাকিয়ে শীতের সম্ভাবনা নেই !

ডেস্ক: দক্ষিণবঙ্গের ৩ জেলা হালকা বৃষ্টি হতে পারে। উষ্ণ বড়দিন। বেলা বাড়লে প্রয়োজন হবে না গরম পোশাকের। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই এই বছর।

রাতের তাপমাত্রা আরো একটু বাড়ল। সকালে হালকা কুয়াশা পরে মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী ৪ দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। শীতের আমেজ থাকলেও বড়দিনে‌ জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। উল্টে আজ দিনের বেলায় গরম পোশাক খুলে ফেলতে হবে শহরে বেড়াতে বেরোনো মানুষকে।

ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রয়েলসীমা এবং উড়িশা উপকূলে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে তামিলনাডু পন্ডিচেরি কড়াই কালে। ঘন কুয়াশার দাপট রাজধানী দিল্লিতে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়েও কুয়াশা। কুয়াশার দাপট বিহার সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গে। ঘন কুয়াশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরাতে। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশে। প্রবল তুষারপাতের আশঙ্কা। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়েও শৈত্য প্রবাহ। গ্রাউন্ড ফ্রস্ট পরিস্থিতি হবে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *