সাঁকরাইলে উন্নত মানের মেটারিয়ালস দিয়ে রাস্তা তৈরি করব: প্রভাকর পণ্ডিত

ডেস্ক. এইবার বিধানসভা নির্বাচনে মানুষের মনের একই প্রশ্ন, কি হবে এবার? পরিবর্তন হবে না আবার সেই তৃণমূলের শাসন হবে? হাওড়া জেলার সাঁকরাইলের মানুষের মনেও এই প্রশ্নই চলছে। এখানে ১০ ই এপ্রিল ভোট গ্রহণ করা হবে।

তবে বিজেপির প্রার্থী প্রভাকর পণ্ডিত নির্বাচনী প্রচারের শেষ দিন মিডিয়ার সামনে দাবি করছেন, এবার মানুষ আসল পরিবর্তন চাইছে। হাওয়া খুব ভালো, সাধারণ মানুষের প্রচুর সারা, যখন গ্রামে যাচ্ছি, তারা ঘর থেকে বেরিয়ে এসে কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ উলু দিচ্ছে, কেউ ফুল ছুড়ছে। আর সাধারন মানুষ এসে তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা আমাকে বলছেন।

বিজেপি আসলে ১০০ দিনের কাজ ২০০ দিন হবে, কাটমনি বন্ধ হবে

আমরা আসলে ১০০ দিনের কাজ ২০০ দিন হবে। বাংলা দুর্নীতিমুক্ত হবে। টিএমসি সরকারে যে রাস্তাঘাট হচ্ছে যে সমস্ত নিম্নমানের মেটিরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে, সেই কাট মানি বন্ধ হবে। কোথাও কোথাও রাস্তা দেখা যাচ্ছে করে গেছে, কিন্তু সেগুলো এক মাসের মধ্যে আবার পিচ উঠে চলে গেছে।
আমরা এলে আমাদের প্রথম লক্ষ্য থাকবে যাতে রাস্তায় যে কাটমানি টা চলে সেই কাটমানি টা যেন বন্ধ হয় এবং উন্নত মানের মেটারিয়ালস দিয়ে রাস্তা তৈরি করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *