১ই মে থেকে বাড়বে ATM থেকে টাকা তোলার চার্জ !

ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে আগামী ১ মে থেকেই এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়তে চলেছে। প্রত্যেক গ্রাহকেরই এটিএম থেকে টাকা তোলার জন্য মাসিক সীমা নির্ধারিত থাকে যার মধ্যে কোনও চার্জ ধার্য করে না ব্যাঙ্ক, এবার থেকে সেই সীমা পেরিয়ে গেলে প্রত্যেক লেনদেনের জন্য বাড়তি ২ টাকা করে দিতে হবে গ্রাহককে। এটিএম থেকে মাসিক সীমার বেশি টাকা তোলার ক্ষেত্রে প্রত্যেক লেনদেনে ২৩ টাকা করে চার্জ গুণতে হবে গ্রাহককে। এতদিন পর্যন্ত এই চার্জ ছিল ২১ টাকা প্রতি লেনদেনে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে এবার ব্যাঙ্কগুলি ২ টাকা করে এটিএম উইথড্রল ফি বাড়াতে চলেছে ১ মে থেকে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে যে, এখনও গ্রাহকদের প্রতি মাসে ৫টি করে ফ্রি ট্রানসাকশনের সুবিধে দেওয়া হবে, ফিনান্সিয়াল ও নন-ফিনান্সিয়াল ট্রানসাকশন এর মধ্যে যুক্ত রয়েছে। আর এটি কেবলমাত্র তাঁর নিজের ব্যাঙ্কের এটিএমের ক্ষেত্রেই প্রযোজ্য। আর তাছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মহানগরগুলিতে মাসে তিনটি এবং অন্যান্য নন-মেট্রো শহরে মাসে ৫টি করে ফ্রি ট্রানসাকশন পাবেন গ্রাহকরা।

সংবাদসূত্র অনুসারে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে নগদ টাকা তোলার ক্ষেত্রে এটিএম ইন্টারচেঞ্জ ফি ২ টাকা করে বাড়ানো হচ্ছে ১ মে থেকে। এনপিসিআই সমস্ত সদস্য ব্যাঙ্কগুলিকে এই বদলের ব্যাপারে অবগত করেছে ১৩ মার্চ।

এর আগে ২০২৪ সালের ৬ মার্চ ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ স্টিয়ারিং কমিটির অনুমোদনে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানো হয়েছিল। সেই সময় ডোমেস্টিক ফিনান্সিয়াল ট্রানসাকশনের ক্ষেত্রে ১৯ টাকা এবং নন-ফিনান্সিয়াল ট্রানসাকশনের ক্ষেত্রে ৭ টাকা করে ফি ধার্য করা হয়েছিল। আর এই অনুমোদনের উপরে ভিত্তি করে এনপিসিআই রিজার্ভ ব্যাঙ্কের সম্মতি আদায় করে এবং জানানো হয় এই চার্জের উপরে আলাদা করে জিএসটি ধার্য করা হবে।

১১ মার্চ একটি চিঠিতে আরবিআই এনপিসিআইকে জানিয়েছিল যে এবার থেকে এটিএম নেটওয়ার্ককে নিজেকেই তাঁর ইন্টারচেঞ্জ ফি নির্ধারণ করতে দেওয়া উচিত। এনপিসিআই এর মাঝে বেশ কয়েকবার রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনক্রমে পরিবর্তিত ফি জানানো প্রয়াস করেছে। এর সদস্য ব্যাঙ্কগুলিকেও অবগত করেছে এই পরিবর্তিত ফি-র ব্যাপারে যা কিনা আগামী ১ মে থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *