কলকাতায় হলুদ সতর্কতা জারি !

ডেস্ক: সব জেলাতেই গরম আর অস্বস্তিকর আবহাওয়া। অস্বস্তিকর আবহাওয়া। আজ থেকে শুষ্ক গরম বাড়বে। শনিবার পর্যন্ত দাবদাহ চলবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হবে।
রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে।
এই জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম যেমন রয়েছে তেমনি বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা ও রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তি থাকবে।শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস।
ঝড় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
উত্তরবঙ্গে মালদাতে তাপপ্রবাহের পরিস্থিতি। দুই দিনাজপুরের কিছু অংশে গরম ও অস্বস্তি বাড়বে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের দিকের কয়েকটি জেলাতে।
মালদা জেলাতে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত।
কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি চরমে। রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া শহর জুড়ে। রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে ফের হাওয়া বদল হবে।