ভারী বৃষ্টিতে ৮জেলায় প্রবল দুর্যোগ !

ডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে বৃষ্টি বাংলায়। কাল রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।
আজ শনিবার উল্টো রথের দিন দক্ষিণবঙ্গের ৮ জেলাতে বেশি বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে ৬ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।
কাল রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবারের পর আরো কমবে বৃষ্টি। তৈরি হবে চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া।