ফের নিম্নচাপের ভ্রূকুটি !

ডেস্ক: আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর নিম্নচাপের প্রভাব রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। বিগত ৬ ঘণ্টা ধরে ৮ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে এই নিম্নচাপ। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীভূত হয়েছিল এই নিম্নচাপ ওই একই অঞ্চলে। নিম্নচাপ কেন্দ্রীভূত হওয়া অঞ্চলের অবস্থা ২৩.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৪ পূর্ব দ্রাঘিমাংশ, কলকাতার উত্তর দিক থেকে ৯০ কিলোমিটার এবং বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই এলাকা।
আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলবর্তী এলাকায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টি হতে পারে। অল্প কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে উত্তর-পূর্ব রাজস্থান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের উপর। এটি অগ্রসর হচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার দু-এক জায়গায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।