ভোটের পর রাজ্যে কালবৈশাখীর ঝড়-বৃষ্টির সম্ভবনা
ডেস্ক: প্রায় একমাস ধরে রাজ্যে ভোট চলেছে। রাজ্যে ভোটের উত্তাপের সাথে বেড়ে চলেছে তাপমাত্রার পারদও। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে মিললো স্বস্তির খবর । ভোট শেষে রাজ্য জুড়ে কালবৈশাখীর ঝড়-বৃষ্টির সম্ভবনা। প্রবল ঝড়-বৃষ্টি না হলেও বিকেলের পর শহরে হালকা ঝোড়ো হাওয়া বোয়ার কথা জানা যায়। ফলে দিন শেষ পাওয়া যাবে সাময়িক স্বস্তি।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রীতিমতো তাপপ্রবাহ চলে। তবে সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা ঝোড়ো হাওয়া শুরু হয়। সঙ্গে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। কলকাতায়ও এর আংশিক প্রভাব পড়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের ডিরেক্টর গণেশ কুমার দাস জানান, কলকাতার তাপমাত্রার আপতত পরিবর্তন হচ্ছে না। দিনের বেলায় শহরে অস্বস্তিকর পরিবেশ থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুত্-সহ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলায় ঝড়বৃষ্টির ফলে শহরে বিকেলের পর থেকে ঠান্ডা অনুভূতি মিলবে।২ রা মে এর পর কলকাতায় কালবৈশাখীর দেখা মিলতে পারে। তারপর কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে তিনি জানিয়েছেন