আপত্তিজনক কথা বলায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের টুইটার একাউন্ট করা হলো ব্যান
ডেস্ক: কঙ্গনা রানাওয়াত এমন একটি ব্যক্তিত্ব যিনি নিজের চলচিত্রের থেকে বেশি সোশ্যাল মিডিয়া তে বিতর্কিত পোস্টের জন্য ল্যামলাইট এ থাকেন।
সম্প্রীতি বড়ো পর্দায় তার একটি সিনেমা মুক্তি পেতে চলেছে ‘থলাইভি’ নামে। যা তামিল নাড়ু র প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়াললিতা র আত্মজীবনী।
কিন্তু কাল বন্ধ করে দেওয়া হলো কঙ্গনা রানাওয়াত টুইটার একাউন্ট।
বলিউড এর নেপোটিজম থেকে পলিটিক্স এর পদক্ষেপ সমস্ত বিষয়ে মতামত পেশ করা তার অভ্যাসে পরিণত হয়েছে।
কঙ্গনা মুখ খুললেই বিতর্ক। এমনই বিতর্কি পোস্ট তিনি করেন টুইটার এ যেটি ভাইরাল হয় আলোর গতিতে।
তবে এই টুইট এর করা মাশুল গুনতে হয় তাকে। পোস্টটি টুইটারের নিয়ম নির্দেশিকা ভঙ্গ করার অপরাধে পার্মানেন্টলি সাসপেন্ড করা হয় কঙ্গনা রানাওয়াত এর টুইটার একাউন্ট।
তিনি টুইট করেন- যেখানে তিনি দাঙ্গা করার কথা বলেন এবং তার মতে পশ্চিমবঙ্গের গুন্ডাগিরি আটকাতে একটা সুপার গুন্ডার প্রয়োজন তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে তার ২০০০ সালের শুরুর রূপ দেখতে বললেন।
পরোক্ষভাবে কঙ্গনা কি মোদী জি কে সুপার গুন্ডা নামে আখ্যায়িত করলেন?