মৃতদেহের শরীর থেকে কাপড় চুরি করে বিক্রি হচ্ছে দোকানে

ডেস্ক: যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নুইয়ে পড়েছে। কোরোনার গ্রাস করছে গোটা দেশকে, প্রতিদিন মৃত্যুহার বাড়াতে লাইন লেগেছে শ্মশানগুলির বাইরে। সেখানে দাঁড়িয়ে মানুষের মানসিকতার হচ্ছে অবরুপ্তি। এমনই একটি অবাক করা ঘটনা ঘটে উত্তরপ্রদেশের বাগপত জেলায়।
বিগত কিছুদিন ধরে শ্মশান ও সমাধিস্থ স্থল থেকে চুরি হতো মৃতদেহের শরীর থেকে পোশাক। গতকাল কোরোনার মৃতের সংখ্যা গুনতে গিয়ে পুলিশ দেখে মৃতদেহের শরীররে নেই কাপড়। ফলে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ৭ জনকে পুলিশে ইতি মধ্যে গ্রেফতার করেছে। জানা গেছে ৫২০টি চাদর, ১২৭ টি কুর্তা, ৫২টি সাদা শাড়ি সহ অন্য আরও কিছু পোশাক তারা চুরি করেছিল।
এই চুরির পিছনে মূল উদ্দেশ্য কি তা জানায় পুলিশ কর্মীরা। তারা বলেন, কোরোনায় মৃত ব্যক্তিদের কাপড় চুরির পর সেগুলি বিক্রি করা হতো দোকানে।চোররা পোশাকগুলিকে পরিষ্কার করে গোয়ালিয়রের একটি বস্ত্র কোম্পানির লেবেল লাগিয়ে দোকানে বিক্রি করে দিতো। প্রতিদিন এই কাজ করার জন্য তারা পারিশ্রমিক পেত ৩০০ টাকা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই চোরেদের মধ্যে ৩ জন একই পরিবারের ছিলেন। তারা প্রায় প্রত্যেকেই গত ১০ বছর ধরে এই কাজ করছে। কিন্তু কোনদিন ধরা পড়েনি। তবে এবার কোরোনা রোগীদের লাশ সংখ্যা গুনতে গিয়ে পুলিশের চোখে পড়ে এই অদ্ভুত ঘটনা।