গুগল স্টোরেজ ব্যবহার করতে দিতে হবে টাকা, দুঃসংবাদ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য
ডেস্ক: মোবাইল ফোন আমাদের রোজকার জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস। আট থেকে আশি সকলের হাতে স্মার্টফোন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই কোরোনা কালের গৃহবন্দী সময়তে মানুষের কাছে ফোনের গুরুত্ব অপরিসীম।
তবে স্মার্টফোনের কিছু সুবিধার সাথে রয়েছে অসুবিধা ও। প্রতিটি মানুষের ফোনে গুরুত্বপূর্ণ তথ্য, পুরোনো ছবি এছাড়াও অনেক কিছু থাকে কিন্তু ফোনের যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে নষ্ট হয়ে যায় সেই সমস্ত জরুরী তথ্য।
হারাতে হয় চিরতরে।
কিন্তু গুগল স্টোরেজ আসার পর মানুষ সেভ করে রাখে ওতেই সমস্তটা। ফলে অতি পুরোনো জিনিস ও পাওয়া যায় খুব সহজেই। ফোন চেঞ্জ হলেও তথ্য সুরক্ষিত থাকে গুগল স্টোরেজ এ।
তবে, এবার থেকে গুগল স্টোরেজ ব্যবহার করতে গেলে দিতে হবে টাকা। এমন তাই নির্দেশ জারি করে গুগল কোম্পানি। ১৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ দেওয়া হবে কিন্তু তার অধিক ব্যবহার করতে গেলে খরচ করতে হবে মাসিক ১৪৬ টাকা। মানে বাৎসরিক ১৪৬৪ টাকা। ২০২০ সালেই গুগল জানিয়েছিল খুব বেশিদিন বিনামূল্যে ব্যবহার করা যাবে না স্টোরেজ। তবে গুগল পিক্সেল ব্যবহারকারীদের দিতে হবে না কোনো টাকা।