বিজেপি নেতার প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেসের এক মন্ত্রীর

ডেস্ক: মহামারী সংক্রমণ যেখানে দিন প্রতিদিন হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। সেখানে রাজ্য ও কেন্দ্র প্রশাসন একে অপরকে এই পরিস্থিতির জন্য দোষারোপ করছে।

অনেকে আবার মনে করেন কেন্দ্র সরকারের বিধানসভা নির্বাচনের সময় ব্যতিব্যস্ত হয়ে প্রচার চালানোর কারণে আজ এই সমস্যার মুখে পড়ে আছে দেশবাসী। মহামারীর পরিস্থিতিকে গম্ভীরভাবে না দেখে বড্ড অযত্নের সাথে সরকার কোভিড কে ডিল করছে।

যেখানে একটি দলের নেতা অন্য দলের কর্মকর্তাকে প্রতি সময় দায়ী করে যায় সেখানে একটা অন্যরকম ব্যাপার ঘটল এক কংগ্রেসের নেতার সাক্ষাৎকারে।

শোনা গেল কংগ্রেস নেতার মুখে বিজেপি মন্ত্রীর প্রশংসা। বিজেপির মন্ত্রী নিতিন গডকরী প্রশংসা করলেন মহারাষ্ট্রের প্রবীণ মন্ত্রী অশোক চাভান।

রবিবারের হওয়া একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অশোক চাভান বলেন, “নিতিন গডকরী যোগ্য ব্যক্তি হলেও তিনি ভুল দলে রয়েছেন।”

ভার্চুয়াল বৈঠকটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে করা হয়েছিল।

যেখানে অশোক জী বলেন, “কেন্দ্র নিজের হাতে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা রেখে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য রাজ্য সরকার গুলোকে দোষ দিচ্ছে। মোদী সরকার দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতার কারণেই 12.21 কোটি মানুষ চাকরি খুইয়েছে। বাংলাদেশের জিডিপি আমাদের দেশের থেকে বেশি। কেন্দ্রের নীতিতেই আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।

এই বক্তব্যের পর ওনাকে পছন্দের কোনো বিজেপি নেতার নাম বলতে বলা হলে তিনি নিতিন গডকরী’র নাম নেন। তিনি বলেন, “নিতিনের সম্পর্কে ভালো কথা বলা যায়। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও উনি অন্যান্য দলের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলেন। ভুল দলের সঠিক মানুষ উনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *