প্রিয়াঙ্কা গান্ধীর সাথে সেল্ফি ধার্য হলো অপরাধে, শাস্তির মুখে যোগী রাজ্যের মহিলা কনস্টেবলরা
ডেস্ক: মঙ্গলবার রাতে পুলিশি জেরা চলাকালীন অরুণ বাল্মীকি নামে আগ্রার এক সাফাইকর্মীর হঠাৎই অসুস্থতায় মৃত্যু হয়। বুধবার আগ্রায় পুলিশ হেফাজতে মৃত সেই সাফাইকর্মী কে দেখতে যাওয়ার সময় পথে আটক হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময় তার সাথে সেল্ফি নিতে এগিয়ে আসেন কয়েকজন মহিলা পুলিশ কনস্টেবল। এবং ঘটনা টি হয় ফ্রেম বন্দি। যা খুব দ্রুতই ভাইরাল হতে থাকে, উঠে বিতর্ক। যার ফলে শাস্তির মুখে পড়তে চলেছেন সেই মহিলা কনস্টেবল রা।
ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা গান্ধী ও মহিলা কনস্টেবলরা হাসি মুখেই ছবি তুলছেন। এক সংবাদমাধ্যমকে লখনউ পুলিশ কমিশনার ডি কে ঠাকুর জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীর সাথে যেই মহিলা কনস্টেবলরা ছবি তুলেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আর এই মন্তব্য শোনা মাত্রই রাগে গর্জে ওঠেন কংগ্রেস নেত্রী।
টুইটারে যোগী সরকারকে কটাক্ষ করে লেখেন, “শোনা যাচ্ছে ছবিটি দেখে যোগীজি ক্ষুণ্ণ হয়েছেন বলেই ওই মহিলা পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন। যদি আমার সঙ্গে ছবি তোলাটা অপরাধ হয়, তাহলে আমাকেও শাস্তি দেওয়া হোক। সরকার এভাবে কর্মঠ ও বিশ্বাসী পুলিশকর্মীদের কেরিয়ার নষ্ট করতে পারে না।”