ডেবারার অঞ্চলের এক মহিলা বাসিন্দা শিকার হন তৃণমূল আগ্রাসনের, তার নরাপত্তার দায়িত্ব নেন ভারতী ঘোষ

ডেস্ক: একুশের নির্বাচনের ফলাফল বেরোনোর পর আমরা সকলেই দেখেছি কি ভাবে ভোট পরবর্তী হিংসার ভয়ঙ্কর উদাহরণ উঠে এসেছে বার বার। একটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ওপর একটি রাজনৈতিক দলের কর্মী দের ওপর যেভাবে নির্মম ভাবে হিংসা উপড়ে দিয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক।

ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করা বরাবরই বিচার চেয়েছেন। বিধানসভা থেকে হাইকোর্ট প্রত্যেকটি জায়গায় ভোট পরবর্তী হিংসার মামলা তুলে ধরেছেন। কিন্তু এত কিছুর পর ও আরো এক বিজেপি কর্মী শিকার হলেন রাজনৈতিক আগ্রাসনের।

ডেবরা ব্লকে 3নং সত্যপুর অঞ্চলে সত্যপুর গ্রামের বাসিন্দা পারভীন বিবি। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টি হয়ে লড়াই করেছিলেন তিনি। কিন্তু পরাজিত হন। শাসিত দলের এলাকায় তিনি বিরোধী দলের প্রার্থী হাওয়ায় তাকে দেখা হতো কটাক্ষের নজরে।

বর্তমানে সেই কটাক্ষই পরিণতি পায় হিংসায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর ওই ভদ্র মহিলার উপর তৃণমূলের যুব নেতৃত অত্যাচার করে। মারা হয় তাকে। গ্রামের মুখ্য কে এই বিষয়ে অবগত করলেও কোনো রকমের সহায়তার জন্য এগিয়ে আসে না।

পুলিশে জানালে তাকে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালের থাকা কালীন কোনো রকমের লিখিত বয়ান নেওয়া হয় না তার থেকে। এমন কি কমপ্লেন দায়ের করানোর পর ও আদালতে যাওয়া থেকে আটকানো হয় তাকে।

যার ফল স্বরূপ নিরাপত্তার অভাব বোধ করেন মহিলা। সেই খবর জানতে পেরে ভারতীয় জনতা পার্টি নেতৃ ভারতী ঘোষ ওনার বাড়ি তে গিয়ে পৌঁছান। এবং সমস্ত অভিযোগ শোনেন। ভবিষ্যতে এমন ঘটনা তার সাথে দ্বিতীয় বার ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারতীয় জনতা পার্টি এমনটাই জানান ভারতী ঘোষ।