ডেস্ক: 2019 সালের জম্বু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর সেখানকার রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 24 শে জুন প্রধানমন্ত্রীর বাসভবনে জম্মু-কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন তার মধ্যে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কভিন্দর গুপ্তা।
কভিন্দর গুপ্তা এই বৈঠকের পর তিনি জানান,” কেন্দ্র সরকার দ্রুত জম্মু-কাশ্মীরের পুরনো গরিমা ফিরিয়ে দেবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য এমন কিছু সুযোগ-সুবিধা দেয়ার ব্যবস্থা করবে, যা তারা আগে কখনো পাননি।”
তিনি আরো জানান, “শীঘ্রই বিধানসভা নির্বাচন সহ একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যাকার পুরনো গরিমা ফেরাতে কেন্দ্র সর্বসম্মতভাবে চেষ্টা চালাচ্ছে।” আর ঠিক এই মন্তব্যের পর থেকেই উপত্যকা বিধানসভা নির্বাচন নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।
বৈঠক প্রসঙ্গে তিনি জানান, “অত্যন্ত সফল এই বৈঠক। যারা সেদিন উপস্থিত ছিলেন, সকলেই এই কথাই বলবেন। উন্নয়ন ও শান্তি ফেরানোর লক্ষ্যে সাধারণ মানুষ যেভাবে প্রধানমন্ত্রী ও বিজেপির উপর আস্থা রেখেছে তা যেন ভবিষ্যতেও রাখে।
প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীরে আর্টিকেল 370 সরানোর পর থেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে সেখানকার বাসিন্দারা। এবং সেই সমস্যাগুলো নজরে পড়তে কেন্দ্রের তরফ থেকে ব্যবস্থাপনার নেওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা যায়।