ভুতের বিরুদ্ধে থানায় অভিযোগ যুবকের, প্রাণে মারতে চায় তাকে এমনটাই জানায় সে

ডেস্ক: বাস্তব জীবনে প্রেত আত্মার সম্মুখীন হয়েছে এমন মানুষ খুব কমই দেখা যায়। ঠাকুমা-দিদিমার কাছে এমন আমরা অনেক ভৌতিক কাহিনী শুনে ছোটো থেকে বড়ো হয়েছি। এমন বেশ কিছু মানুষের পাল্লায়ও কম বেশি পড়েছি যারা বাস্তব জীবনে ভূত দেখার অসাড়ে গল্প শুনিয়েছে। কিন্তু কেমন হবে যদি এটা জানেন এক ব্যক্তি ভূতের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছে?

হ্যাঁ! ঘটনাটি গুজরাটের ভাদোদরার। ব্যক্তির নাম ভরসঙ্গভাই বরিয়ালসো। বছর 35 এর এই যুবক মঙ্গলবার স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান ভুতে তার জীবন অতিষ্ঠ করে তুলছে। সর্বক্ষণ পিছু নেয় তার। দিনভর তাড়া করে, ভয় দেখায়। বাড়ি হোক বা বাইরে কোনোখানেই স্বস্তি দেয় না তাকে। চাষের খেতেও কাজ করতে গিয়ে ঘটে একই ঘটনা। এমনকি প্রাণনাশের হুমকি দেয় তাকে। সে বাধ্য হয়ে থানায় আসে অভিযোগ লেখাতে। যুবকের এই কথা শুনে মাথায় হাত পুলিশদের। অগত্যা বাধ্য হয়েই অভিযোগ লেখেন তারা।

আইনিভাবে নিয়ম মেনে তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে ভরসঙ্গভাই ও তার পরিবারের সদস্যদেরও। ভরসঙ্গভাই এর কথাবার্তা মেলে অসঙ্গতি। আর সেখানেই খোলসা হয় আসল রহস্যের। জানা যায়, মানসিক ভাবে অসুস্থ ভরসঙ্গভাই বরিয়ালসো। পরিবারের সদস্যরা জানতেনই না ভরসঙ্গভাই কখন কিভাবে থানায় পৌঁছে গিয়েছে। তার সঙ্গে যে ঘটনা চলছে সেসব বিষয়ে পরিবার কেও জানায়নি সে। বহুদিন যাবৎ চিকিৎসা চলছে তার। কিন্তু গত 10 দিন ধরে অনেক চেষ্টার পরেও ওষুধ খাওয়ানো যায় নি তাকে। তারপর থেকেই এই রকম অস্বাভাবিক আচরণ শুরু করে ভরসঙ্গভাই। ডাক্তারি ভাষায় হ্যালুসিনেট করতে থাকে সে।

পুলিশ জানিয়েছে, ভরসঙ্গভাইকে মনোবিদদের কাছে পাঠানো হয়েছে। চিকিৎসাও শুরু হয়েছে আবার। এবং ওষুধ খেতেও রাজি হয়েছে সে।