ডেস্ক: একের পর এক ভুয়ো ব্যক্তিদের খবর আমদের কানে এসেছে। লোক ঠকিয়ে, জালিয়াতি করে, চাকরি দেওয়ার নামে লুটেছে লক্ষ লক্ষ টাকা। ভুয়ো আইপিএস থেকে সরকারি আইজীবী বিভিন্ন পরিচয় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছে।
এবারেও উঠে এলো এমন একটি ঘটনা। মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা করলো অয়ন বড়ুয়া নামক এক যুবক। অভিযোগ দায়ের হয় কাশীপুর থানায়।
জানা যায়, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একাধিক বেকার যুবকের টাকা হারিয়েছেন অয়ন। কাশীপুরে সাত জন এবং আলম বাজারের ছয়, মোট 13 জন যুবকের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। তাদের কথায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাশীপুর ও আলমবাজারের বেকার যুবকদের বাড়ি বাড়ি যায় অভিযুক্ত যুবক। সেখানে জানায়, তৃণমূল ও বিজেপির এখন প্রায় সমান সমান শক্তি। একে অপরের করা প্রতিপক্ষ। তাই তৃণমূল নিজের জনপ্রিয়তা বাড়াতে সরকারি দপ্তরের বিভিন্ন শূন্যপদে এলাকার যুবকদের নিয়োগ করছে। স্বাস্থ্য ভবন, কলকাতা কর্পোরেশন এবং পুরো ও নগরোন্নয়ন দপ্তরের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে।
এরপর ফর্ম এর নাম করে প্রত্যেকের কাছ থেকে চার হাজার টাকা করে নেয় অভিযুক্ত। এবং চাকরি দেওয়ার নাম করে নেন 15 হাজার টাকা কারো কারো থেকে 20 হাজার টাকা ও। কাশীপুর গোলাপট্টির বাসিন্দা আব্দুল কাদের খানের থেকে নেয় নগদ তিন লক্ষ টাকা। তার পর এপ্রিল মাস থেকে পলাতক অভিযুক্ত। চাকরি প্রার্থীরা তার সাথে দেখা করতে চাইলেও দেখা করেননি তিনি। ফোন করলেই দিতেন হুমকি। একসময় সুইচ অফ করে দেয় নাম্বার টি। ভাঁওতাবাজির কথা বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। পুলিশে শুরু করে তদন্ত।