লকডাউন তোয়াক্কা না করে আকাশপথে বিয়ে সারলেন এক নব দম্পতি

ডেস্ক: দ্বৈত মহামারীর আক্রমণের গোটা দেশ যেখানে কুপোকাত। সেখানে ইউনিক স্টাইলে বিয়ে করার ইচ্ছায় নবদম্পতি পাড়ি দিয়েছে আকাশ পথে।

কোরোনার সাথে মোকাবিলার জন্য বহু রাজ্যে জারি হয়েছে আংশিক বা পূর্ণ লকডাউন। একাধিক সুরক্ষাবিধি জারি করা হয়েছে সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে। কেন্দ্র ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বৈবাহিক সহ অন্যান্য অনুষ্ঠানে 50 জনের ঊর্ধ্বে জমায়েতের নিষেধাজ্ঞা পালন করতে বলা হয়েছিল। কিন্তু এইসব বিষয়বস্তুকে কোন গুরুত্ব না দিয়ে সাড়ম্বরে মাঝ আকাশে বিয়ে সারলেন যুগল।

বিয়ের জন্য আস্ত একটা বিমান ভাড়া নিয়েছিলেন রাকেশ ও দক্ষিণা। মাদুরাই থেকে ব্যাঙ্গালোর যাওয়ার পথে এক সরকারি সংস্থার বিমানে বিয়ে করলেন তারা। দুই ঘণ্টার জন্য ভাড়া নেওয়া হয়ছিল বিমানটি। যেখানে প্রশাসনের কড়া নির্দেশনায় জানানো হয়েছিল ৫০ জনের ঊর্ধ্বে জমায়েত হলে সেটি দণ্ডনীয় হবেন সেখানে ১৬১ জন পরিবারের সদস্য ও অতিথি নিয়ে অভিনব বৈবাহিক অনুষ্ঠান করলেন এই নব দম্পতি।

পরে সোশ্যাল মিডিয়াতে তাদের বিয়ের ফটো ভিডিও পোস্ট হওয়ার পর, এক পক্ষ বিষয়টিকে কটাক্ষের থেকে দেখেছেন অপরপক্ষ লকডাউনে মন খারাপের সময় বিষয়টি দেখে মজা পেয়েছেন। সদ্য বিয়ের জন্য বহু শুভেচ্ছা পেয়েছেন এই নবদম্পতি।

ঘটনাটি জানার পর লকডাউন বিধি ভাঙার অভিযোগে স্পাইসজেটের বিমানকে তদন্তের স্বার্থে ‘অফ ডিউটি’ করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা। নববিবাহিতদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানা যায়।