ভুয়ো ভোট দিতে গিয়ে ধরা পড়লো এক যুবক, ধরতে গিয়ে নাজেহাল নিরাপত্তা বাহিনী

ডেস্ক: আজকের ভবানীপুরে উপ নির্বাচন চলাকালীন একাধিক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল লোকজন নিয়ে হানা দিয়েছেন বুথে। তার ও অভিযোগ বুথে চলছে ছাপ্পা ভোট। ভুয়ো ভোট পড়ার অভিযোগ ও তোলেন তিনি।

এরই মধ্যে ভবানীপুর খালসা হাইস্কুলে ভুয়ো ভোটারকে ঘিরে বাঁধে তুমুল গোলমাল। ভোটার কেন্দ্রের ভেতরে শুরু হয় মারামারি। এক যুবককে চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। পরে পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং নিরাপত্তা আরও কড়া করা হয়।

সূত্র থেকে জানা যায়, ঘটনাস্থলে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল গিয়ে দেখেন, এক যুবক সেখানে রয়েছে, তার হাতে কোনরকম পরিচয় পত্র নেই, নেই ভোটার কার্ডও। অথচ তিনি ভোট দিতে ঢুকেছেন। তখন তাকে দেখতে পেয়ে হাতেনাতে ধরে পুলিশ। তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয়, বাঁশদ্রোণীতে। এবং তিনি বাড়ি থেকে ভোটার কার্ড আনানোর চেষ্টাও করছে।এই কথা বলা মাত্রই দৌড় দেয় যুবক। এরপরই বিজেপির লোকজন ওই যুবককে মারতে মারতে বাইরে নিয়ে আসেন। ওই যুবকে তৃণমূলের লোক বলেই দাবি করেছে বিজেপি।

স্থানীয় এক বাসিন্দার কথায়, “কোনও প্রমাণপত্র ছাড়া অন্য একজনের স্লিপ নিয়ে ভোট দিতে এসেছে ওই ছেলেটি। সিআরপিএফ জিজ্ঞাসা করায় ও কোনও জবাব দিতে পারেনি। ও তৃণমূলের লোক।” যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করে গোটা ঘটনার দায় বিজেপির ঘাড়েই ঠেলেছে।