আজ থেকে টানা ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে !

ডেস্ক: নিম্নচাপের জেরে গত কয়েকদিন থেকেই দুর্যোগপূর্ণ অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন বেশ কিছু অংশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হবে। বর্ষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহন্তে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর বাংলাদেশে অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলার উপর দিয়ে যাবে। যার প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

এদিকে রয়েছে ঘূর্ণাবর্তও। এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবারের পর রবিবারেও জারি থাকবে বৃষ্টি।

রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এদিকে শনিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৭ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে।