আজই নিম্নচাপের আশঙ্কা!
ডেস্ক : অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব শুরু হয়েছে। জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছ আজ, শুক্রবার। অঝোর ধারায় বৃষ্টির সঙ্কেত দিল আবহাওয়া দফতর । বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উইক-এন্ডে। এভাবেই বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গে ২৪ ঘন্টায় দিনভর ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে। শনিবার ও রবিবার বিস্তীর্ণ এলাকায় মালদা ও দুই দিনাজপুরে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রপাতের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি;
দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে হবে। দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।