ওয়েব দুনিয়াতে ডেবিউ করতে চলেছেন অভিনেতা রীতেশ দেশমুখ

ডেস্ক: একটানা বহুদিন লকডাউন থাকার কারণে সিনেমা হলগুলোতে পড়েছে তালা। এক বছরে যতগুলি সিনেমার রিলিজ হয়েছে তার বেশির ভাগটাই জায়গা দখল করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম।

বলিউডের বহু অভিনেতারা বড়পর্দা থেকে ওয়েব সিরিজে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
একাংশে যেখানে কমের্সিয়াল মুভিগুলোতে গল্প বাদে সবকিছুই থাকে সেখানে ওয়েব সিরিজ গুলি প্রতিভার ভান্ডার তৈরি হয়ে গেছে।

যেখানে বলিউডের আন্ডাররেটেড ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীরা সুযোগ পাচ্ছেন না বড় পর্দায় এগিয়ে যেতে সেখানে তারা নিজেদের প্রতিভার ঝলক দেখাচ্ছে ওয়েব সিরিজ গুলিতে।

মনোজ বাজপাই, আলি ফজল, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু শর্মা, কৃতি কুলহারি, রসিকা দুগল, নীনা গুপ্তা, সায়নী গুপ্তা, শ্বেতা ত্রিপাঠি ও এছাড়া আরও অনেক অদম্য অভিনয় প্রতিভাশালী অভিনেতা ও অভিনেত্রীরা বেছে নিয়েছেন ওয়েব সিরিজ গুলি। যেখানে তারা নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে জায়গা করে নিয়েছেন মানুষের মনে।

এবারে ওয়েব সিরিজের সমুদ্রে গা ভাসাতে এগিয়ে এলেন রীতেশ দেশমুখ ও। মুম্বাইয়ের বেশকিছু সংবাদমাধ্যম থেকে জানা যায় পরিচালক শঙ্খ ঘোষের পরবর্তী প্রজেক্টে দেখা মিলবে তার। এবং ছবিটি মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। এটি একটি সোশ্যাল কমেডি মুভি যেখানে ‘লার্জার দ্যান লাইভ’ চরিত্রে দেখা যাবে রীতেশ কে। এবং তার বিপরীতে দেখা মিলতে পারে সাউতের কোন অভিনেত্রী কে।

ছবির শুটিং চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই হওয়ার কথা ছিল। কিন্তু মহামারীর দ্বিতীয় ঢেউয়ের জন্য লকডাউন পড়ে যাওয়ার কারণে পোস্টপন করতে হয় শুটিং। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে লকডাউন শেষে জুলাই থেকেই শুরু হবে সিনেমার শুটিং। ধারণা করা যায় 2022 এর শুরুতেই ছবিটি রিলিজ হওয়ার সম্ভাবনা আছে।

রীতেশ দেশমুখ সেই বলিউড অভিনেতাদের মধ্যে এক জন যাদের মধ্যে অভিনয় দক্ষতা থাকার পরেও সেই অভিনয় দক্ষতার সদ্ব্যবহার এখনো পর্যন্ত পরিচালকরা করতে পারেননি অথবা বলে যেতে পারে তিনি সুযোগ পাননি যে দক্ষতার প্রকাশ ঘটানোর।

তবে তিনি কতটা নিখুঁত অভিনয় করতে পারেন তার উদাহরণ দিয়েছেন 2014 সালে আসা ‘এক ভিলেন’ মুভিতে যার পরিচালক ছিলেন মোহিত সুরী। সিনেমাটিতে রীতেশ একজন সাইকো কিলার এর চরিত্রের অভিনয় করেছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছিলেন এ বলিউড তারকা।