গাছ লাগালেই পাওয়া যাবে পরীক্ষায় অতিরিক্ত নম্বর

ডেস্ক: এবছর করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে যে রকম দৃশ্য গোটা দেশজুড়ে দেখা গেছে। তার থেকে স্পষ্টভাবে বুঝা যায় পরিবেশের খেয়াল রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। গোটা দেশজুড়ে অক্সিজেনের জন্য যে রব উঠেছিল তা এখনো বজায় আছে।

সমাজের এই কঠিন সময়ের সম্মুখীন হয়েছি সকলেই। তাই পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ঘোষণা করেন এবার থেকে গাছ লাগালে পড়ুয়ারা পাবে বেশি নম্বর। ঘোষণাটি মনোহর জী পঞ্চকুলা জেলার মোরনি পাহাড়ের নিচে একটি ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে করেছেন।

8 থেকে 12 শ্রেণীর পড়ুয়াদের জন্য এরকম নিয়ম প্রযোজ্য করা হয়েছে। যেখানে পড়ুয়াদের গাছ লাগানো পর্যবেক্ষণ করবে শিক্ষকরা এবং তারই ভিত্তিতে প্রতিবছর ফাইনাল পরীক্ষার সময় দেয়া হবে অতিরিক্ত নম্বর। এই চিন্তা ভাবনা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য করা হচ্ছে। এবং মনোহর জী’র এই চিন্তাভাবনায় বেশ খুশি পরিবেশ প্রেমিকরা।

এবং এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, আগামী এক বছর ধরে বিহারে লাগানো হবে পাঁচ লক্ষ গাছ।