ডেস্ক: প্রতিনিয়ত যেভাবে জ্বালানির দাম বেড়ে চলেছে। তাতে নাভিশ্বাস উঠেছে মানুষের। অগ্নিমূল্য জ্বালানি। একশো ছুঁই ছুঁই পেট্রোলের দাম। কিন্তু সে সব দিকে নজর নেই কোনো রাজনৈতিক দলের। সকলেই এখন একে অপরের ওপর কাদা ছোঁড়াছুঁড়ি খেলায় মত্ত।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে কিছুটা উদ্বেগ হয়েই কেন্দ্র কে চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদেশ্যেই তার এই চিঠি। তবে কর থেকে 15 টাকা প্রতি লিটারে কম নেওয়ার পরামর্শে মুখ্যমন্ত্রীকে আর্জি জানালো দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত।
মঙ্গলবার বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, “জ্বালানি দ্রব্যের দাম যেভাবে বাড়ছে তাতে আমিও সহমত নই। তবে ডলারের দাম বাড়ায় আমদানির জন্য ভারতকে অনেকটা টাকা খরচ করতে হচ্ছে। তাছাড়া বাজারদরের ওপর এই পেট্রোল-ডিজেলের দাম ওঠানামাও করে। কিন্তু এমন বহু রাজ্য রয়েছে যেখানে ট্যাক্স কমিয়ে সাধারন মানুষকে স্বস্তি দিচ্ছে রাজ্য সরকার। মমতাদিদিও এক্সাইজ শুল্কে 42% পান। ভ্যাটের টাকাটাও পুরোটাই তাদের। সাধারণ মানুষ কষ্টে আছে। দিদির কাছে আমার অনুরোধ আপনি শুল্কের টাকা থেকে বাংলার মানুষের জন্য 15 টাকা প্রতি লিটার কমিয়ে দিন।”
সূত্রে জানা যায় জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে আগামী 10 ও 11 জুলাই রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ সভা করবে তৃণমূল। সোমবারই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন। তবে আন্দোলন করে পেট্রোল-ডিজেলের দাম কমে না, এমনটাই মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তার বক্তব্য, “আন্দোলন করলে পেট্রোলের দাম কমে না কোনো দিনও। ছবি উঠতে পারে। খবর হতে পারে। পেট্রোল ডিজেলের দাম কমাতে সরকার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিল দেখে কি করা যায় সবটাই দেখা হচ্ছে। কাঁচা তেলের দাম বাড়ছে। স্বাভাবিকভাবে এখানেও দাম বাড়ছে ।তবে কাঁচা তেলের দাম যে হারে বেড়েছে সে হারে কিন্তু দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি।”