টানা 22 দিন জেল বন্দি থাকার পর অবশেষে রেহাই! জামিন পেলেন আরিয়ান খান

ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। 22 দিন হেফাজতে থাকার পর অবশেষে জামিন পেলো আরিয়ান খান। সাথে তার বাকি দুই বন্ধু এবং অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা ও মুক্তি পেলো জামিনে। বেল মঞ্জুর করলো মুম্বাই হাইকোর্ট। দীর্ঘ 22 দিন মুম্বাইয়ের আর্থার রোডের জেলেই ছিলেন আরিয়ান। আগামীকাল অর্থাৎ শুক্রবার কিংবা শনিবার তিনি ও বাকি দু’জন ফিরতে পারবেন বাড়ি।

প্রসঙ্গত উল্লেখ্য, মাদক মামলায় জড়ানোর পর থেকে একাধিকবার তার বেলের আবেদন করলেও বারবার সেটি খারিজ করে আদালত। তারপর যত সময় এগিয়েছে ততই বেআইনি তথ্য সামনে আসতে থাকে। এটাই বিশেষ কারণ বেল না মঞ্জুর হওয়ার পিছনে। তাই এবারে হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে দ্বারস্থ হন আরিয়ান খান।

যদিও এদিন ও আরিয়ানের জামিনের বিরোধিতা করেছিল এনসিবি। হাইকোর্টে তারা 80 হাজার টাকার গাঁজা অর্ডারের পাশাপাশি কোকেন সংগ্রহ নিয়ে গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে রাখে। আদালতে এনসিবি আদালতে জানায়, এই চ্যাট দেখে বোঝা যাচ্ছে আরিয়ান নিত্যদিন মাদক সেবন করতেন। যদিও তাঁদের যুক্তি আজ ধোপে টেকেনি। বোম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করে শাহরুখ পুত্রর।