কোরোনার ভ্যাকসিনের ফলে শরীর পরিণত হচ্ছে চুম্বকে, অবাক করা ঘটনার সাক্ষী হচ্ছে বহু মানুষ
ডেস্ক: দেশের কোরোনার দ্বিতীয় ঢেউ এসেছে অনেকটা নিয়ন্ত্রণে যেখানে। যার কারণে একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গেও আগামী 15 ই জুন পর্যন্ত রাজ্যে লকডাউন এর সময়সীমা রাখা হয়েছে। এখনো পর্যন্ত সেটি বাড়তে চলেছে নাকি 15 জুন পর্যন্ত সীমিত হবে আংশিক লকডাউন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা মনে করেন দ্বিতীয় ঢেউ প্রভাব কমলেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ এর প্রকোপ। এবং এটি মোকাবিলার একমাত্র উপায় ভ্যাকসিনেশন। ইতিমধ্যে দেশের 23 কোটি জনগন ভ্যাকসিনেট হয়েছে। এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের বাকি জনতাকে ভ্যাকসিন লাগানো পরিকল্পনা করা হচ্ছে।
কিন্তু কোরোনার ভ্যাকসিন এর ফলে বহু মানবদেহে দেখা দিচ্ছে এক অদ্ভুত প্রতিক্রিয়া। যেখানে ভ্যাকসিনের দুটি পূর্ণ ডোজ নেওয়া ব্যাক্তিদের শরীরে পরিণত হচ্ছে চুম্বক এ।
বেশ কিছুদিন যাবৎ এরকম ঘটনা আসছে নজরে। যেখানে দেশ তথা বিদেশের একাধিক জায়গা থেকে এরম কিছু মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে যেখানে তাদের দেহ চুম্বকের মত আকর্ষণ করছে আশেপাশে ধাতব ও বস্তু কে। শারীরিক সে এরকম সমস্যা দেখা না গেলেও । এমন অদ্ভুত বিষয় অবাক করছে সকলকে।
এর পিছনের কারণ জানা যায়নি এখনো। অনেকে এই বিষয় টিকে ভিত্তিহীন এবং ভুয়ো খবর বলে দাবি করেছে। কিন্তু একের পর এক এমন ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।
বিজ্ঞানীরা জানিয়েছেন এমন ঘটনা সচরাচর হয়ে থাকে না। কোরোনার ভ্যাকসিন নেওয়ার ফলে মানুষের সাধারণত দুদিনের জন্য জ্বর আসতে পারে কিন্তু এরকম হওয়ার পেছনের কারন টা কি সেটা বলা যাচ্ছে না এখনো পর্যন্ত।