ডেস্ক: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপের সর্বশেষ অবস্থান। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াবে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর।
নিম্নচাপের প্রভাবে আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে কলকাতা।
পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
নতুন করে ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে।
দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায়।
কলকাতায় আজ সারাদিন মূলত মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা কিছুটা কমবে। বৃষ্টির আগে জলীয় বাষ্পের অস্বস্তি বহাল থাকবে। বৃষ্টির সময় কলকাতায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।