কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে আলাপন, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নতুন ভূমিকায় তিনি
ডেস্ক: কলাইকুন্ডায় বৈঠকের পর থেকে রাজ্য ও কেন্দ্রীয় সংঘাত তুখরে উঠেছিল। যেখানে একদিকে রাজ্য অন্যদিকে কেন্দ্রীয় সরকারের মাঝখানে আটকা পড়ে আছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
খবরে জানা যায় রাজ্যের মুখ্য সচিব পদে তার মেয়াদ গতকাল অর্থাৎ 31 শে মে পর্যন্ত ছিল। যার পরেই প্রধানমন্ত্রীর থেকে নবান্নে একটি নোটিশ আসে আলাপন কে দিল্লি তলব করে। যেখানে কাল সকাল থেকেই দিল্লির নর্থ ব্লকে তার রিপোর্ট করার কথা ছিল। কিন্তু নোটিশ পাওয়ার পরেও দিল্লিতে রওনা হওয়ার কোনো উদ্বেগ আলাপন মধ্যে দেখা গেল না।
যেখানে সোমবার সকাল 10টার মধ্যে নর্থ ব্লকে রিপোর্ট করার নির্দেশ দেয়া হয়েছিল। সেখানে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও দিল্লির কোনো বিমান ধরেননি তিনি। পরে নিয়মমাফিক বাড়ি থেকে বেরিয়ে নবান্নে এসে পৌঁছান তিনি। বেলা গড়াতে নবান্নের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রাজ্যের বাকি বিভাগীয় সচিবদের সাথে চেয়ারে বসে দেখা যায় তাকে।
গতকাল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রধানমন্ত্রী কে পাঁচ পাতার চিঠি পাঠান। যেখানে তিনি উল্লেখ করেন রাজ্য এখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে। যেখানে মহামারী ও ঘূর্ণিঝড়ের প্রকোপে রাজ্যের পরিকাঠামো ভারসাম্যহীন হয়ে পড়ছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে ছাড়া সম্ভব না। কোন আলোচনা ছাড়া মুখ্যসচিবের বদলি একতরফা নির্দেশ বেআইনি ও অসাংবিধানিক।
এর পরেই মঙ্গলবার সকাল থেকে আলাপন কে দেখা যায় অন্যরকম ভূমিকায়। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিতে পারেন আলাপন। আগামী তিন বছরের জন্য এই পদে নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন নীতি সংক্রান্ত নানা বিষয় মুখ্যমন্ত্রীকে উপদেশ দেবেন তিনি। ধারণা করা যায় তার মাসিক বেতন হতে চলেছে 2.5 লক্ষ টাকা ও এছাড়াও বিভিন্ন রকম ভাতা তাকে দেওয়া হবে।
এর আগেও রাজ্যের অফিসারদের নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সংঘাত হয়েছে। কিন্তু আর আলাপনের বিষয় তা একদম শীর্ষে গিয়ে পৌঁছায়। বিশেষজ্ঞরা ধারণা করেন কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রীর সাথে সাথে তিনিও বেরিয়ে আসেন বৈঠক থেকে। রাজ্যের মুখ্য সচিব পদে থেকেও মুখ্যমন্ত্রী অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন তিনি করেননি। এই কারনে তার প্রতি একটা ক্ষোভ জন্মায় কেন্দ্র সরকারের।
কেন্দ্রের ষড়যন্ত্রে ধরা না দিয়ে অন্য রকম কৌশলী পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী।