ডেস্ক: কলাইকুন্ডা ঘটনায় শিরোনামে যে নামটি রয়েছে তাকে ঘিরে রাজ্য ও কেন্দ্রের সংঘাত আকার নিচ্ছে তীব্র। জল গড়িয়েছে বহুদূর।
রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন কে শোকজ লেটার পাঠানো হয়েছে কেন্দ্র থেকে। যেখানে তাকে প্রশ্ন করা হয় কলাইকুন্ডা তার এরকম ব্যবহারের কারণ কি? যেখানে সোমবার তাকে নির্দেশ দেওয়া হয় নট ব্লকে বসা রিপোর্ট করার সেখানে তিনি পৌঁছাননি কেন?এবং তার ওপর কেনই বা আইনি পদক্ষেপ নেওয়া যাবে না? তার একটি যথাযথ উত্তর কেন্দ্রকে দিতে হবে না হলে এফআইআর দায়ের হবে আলাপন বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে।
প্রসঙ্গত উল্লেখ্য আলাপন বন্দ্যোপাধ্যায় কর্মজীবনের মেয়াদ 31 শে মে সমাপ্ত হয়। কিন্তু রাজ্যের এরকম পরিস্থিতিতে রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন করেন রাজ্যের মুখ্য সচিবের আলাপনের মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানোর জন্য। এবং এটি লিখিত আবেদন ছিল এবং সেখানে সিলমোহরে চাপ দেওয়া ও হয়েছিল।
কিন্তু বিপর্যস্ত মোকাবিলা বৈঠকে মুখ্যসচিব অনুপস্থিত থাকার কারণে কেন্দ্র থেকে আদেশ দেওয়া হয় তার তিন মাস বৃদ্ধি হওয়া শুভ শিবরাত্রি দিল্লিতে থেকে কাজ করার জন্য। এর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ও চিঠি লেখেন কেন্দ্রকে যেখানে তিনি আলাপনকে না ছাড়ার যথাযথ যুক্তি প্রয়োগ করেছেন।
কিন্তু কে শোনে কার কথা, কেন্দ্র থেকে কোনরকম প্রতিউত্তর সেই চিঠি আসেনি। উল্টে আলাপন বন্দ্যোপাধ্যায় কে শোকজ করার নোটিশ আসে।
সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা 7 টা 30 মিনিট নাগাদ আলাপন বন্দ্যোপাধ্যায় তার শোকজ লেটারের জবা কেন্দ্র কে পাঠিয়েছেন ইমেইল মারফত। কেন্দ্রীয় ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশনকে ও সেই চিটি পাঠায় তিনি।
চার পাতার সেই চিঠিতে তিনি নিজের আত্মপক্ষ সমর্থন বিষয় বস্তু লেখেন। কেন্দ্র সেই চিঠিটি খতিয়ে দেখছে। তার পর ই জানা যাবে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে।