ডেস্ক: নবদম্পতি থেকে এবার মা-বাবা হওয়ার পালা। বিয়ের দুমাস ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন তারকা দম্পতি। মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজের শেয়ার করেন সে খবর।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে আলিয়ার ইউএসজি চলছে পাশে রয়েছেন রণবীর কাপুর। ক্যাপশনে আলিয়া লিখেছেন, আমাদের সন্তান আসছে, শীঘ্রই।
গত ১৪ই এপ্রিল পাঁচ বছরের প্রেমের সম্পর্কে পরিণতি এনে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া ও রণবীর। ঘরোয়াভাবে বিয়ের আচার-অনুষ্ঠান সাড়েন আলিয়া ও রণবীর। সাবেকি লাল, গোলাপি রঙ নয় বরং বিয়েতে সাদা ও সোনালী রঙের মাধুর্য কে বেছে নিয়েছিলেন এই তারকা জুটি। ঘরের বারান্দাতেই কাছের আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে করেছিলেন বিয়ের অনুষ্ঠান।
বিয়ের ছবি পোস্ট করে আলিয়া ও রণবীর লিখেছিলেন, আজ আমাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে বাড়িতে, আমাদের প্রিয় জায়গায়, বারান্দায় আমরা আমাদের সম্পর্কের শেষ পাঁচ বছর যেখানে কাটিয়েছি সেখানেই বিয়ে করছি। ইতিমধ্যে আমাদের অনেক স্মৃতি আছে আমরা একসঙ্গে আরো স্মৃতি তৈরি করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। স্মৃতি যা ভালোবাসার, হাসির, আরামদায়ক নীরবতার, সিনেমার রাত, ঝগড়া ও ওয়াইনের আনন্দ এবং চাইনিজ খাবারের পূর্ণ। আমাদের জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সমস্ত ভালোবাসা এবং আলোর জন্য আপনাকে ধন্যবাদ যা এই মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়েছে ব্রহ্মাস্ত্রের যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী 9 সেপ্টেম্বর ।