চলতি সপ্তাহের শুক্র-শনিবার হতে চলেছে প্রবল বর্ষণ সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর

ডেস্ক: আষাঢ় মাসের শুরু থেকেই বাংলায় বেশ বৃষ্টিপাত দেখা দিয়েছে। জামাইষষ্ঠীর পরেরদিন থেকেই ব্যাপক বৃষ্টিপাতের ফলে ভয়ংকর জল জমেছে রাজ্যের একাধিক জেলায়।

এবারও চলতি সপ্তাহের শুক্র-শনিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 200 মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারের। নামতে পারে পাহাড়ি এলাকায় ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির হওয়ার সম্ভাবনা রয়েছে, নীচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয় উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। অক্ষরেখা বিহার উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এবং শক্তি মৌসুমী বায়ুর প্রভাবেই বাংলায় দেখা দেবে বৃষ্টিপাত।

বৃষ্টিপাতের পরিমাণ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি তে অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ও ভারী বৃষ্টিপাত ঘটতে পারে। বৃষ্টির কবলে পড়তে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা ও।
বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায় ও। বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান এ।

শুক্রবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। বিকালের দিকে বজ্রপাতসহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয়বাষ্পের কারণে আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে 94%।

রাজ্যের বাইরে বিহারেও নিম্নচাপ সৃষ্টির কারণে হবে বৃষ্টিপাত। অসম ও মেঘালয়েও হবে ভারী বর্ষণ। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশেও বাড়বে বৃষ্টিপাতের তীব্রতা।