ডেস্ক; হাওড়া. মঙ্গলবার লিলুয়া সরকারি কোয়ার্টার স্পোর্টস গ্রাউন্ডে অল বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকর্মী উমেশ শুক্লা। শুক্লা বলেন, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও প্রয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার সাথে খেলা মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা দেয়।
আয়োজক দলের আহ্বায়ক সত্যেন্দ্র সিং জানান, এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় চন্দননগর গ্লোবাল ক্রিকেট একাডেমি এবং লিলুয়াহ ভিশন ক্রিকেট একাডেমী দলের মধ্যে, যেখানে ভিশন একাডেমি দল টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 136 রান করে, আর চন্দননগর গ্লোবাল দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 95 রান করে।
দ্বিতীয় ম্যাচটি ছিল বোর্নভিটা এবং লিলুয়াহ স্পোর্টস একাডেমির মধ্যে, যাতে বোর্নভিটা জয়লাভ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন ক্রিকেট একাডেমির কোচ কাপুর চন্দ্র আগরওয়াল, সাংগঠনিক কমিটির সেক্রেটারি রাজেশ পান্ডে, স্টিয়ারিং কমিটির বৈজু ঝা, প্রদীপ টিবারবাল, দেব মিশ্র, ডাঃ মুকেশ কুমার প্রমুখ