শনিবার রাতে অনুষ্ঠিত হওয়া রূপমের ভার্চুয়াল প্রোগ্রামের সমস্ত অর্থ দান হবে রিলিফ ফান্ডে

ডেস্ক: মহামারীতে আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকার জন্য এগিয়ে গেছে বহু টলিউড অভিনেতা অভিনেত্রী ও গায়িকারা।

দেব, মিমি, যিশু সেনগুপ্ত, পরমব্রত চ্যাটার্জী ঋদ্ধি সেন, অনুপম রায় এর মত বড় মাপের সেলিব্রিটিরা পাশে থাকছেন নিজেদের সাধ্যমত।

অন্যদিকে বাংলা গানে রক মিউজিকের ভঙ্গী কে নতুন ভাবে প্রদর্শনকারী রুপম ইসলাম নিজের ব্যান্ড ফসিলস এর সাথে এগিয়ে এসেছেন এক মহৎ কার্যে। সংগীত শিল্পী রুপম ইসলাম তার কোভিড রিলিফ টিম ‘মুক্তিক্ষেত্র’ মাধ্যমে স্বল্প বিস্তর পাশে থাকার চেষ্টা করেছে সাধারণ মানুষের।

এবারে ইনসাইডার আয়োজিত ভার্চুয়াল প্রোগ্রাম করবেন তিনি এবং তার সমস্ত টাকা চলে যাবে কোভিড রোগীদের সাহায্যে।


এ প্রসঙ্গে ম্যানেজার পেটিএম ইনসাইডার কৌস্তভ দত্ত জানালেন, তারা ‘স্ট্রিম ফর আ কজ’ নামে একটি উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসাবেই আজ রাত সাড়ে আটটা থেকে ইনসাইডার ডট ইন এর ওয়েবসাইটে দেখা যাবে রুপম ইসলামের সোলো ভার্চুয়াল প্রোগ্রাম। শো’য়ের টিকিটের দাম হবে 299 টাকা।

তিনি আরো জানান “স্ট্রিম ফর আ কজ নিয়ে আমরা বিভিন্ন শিল্পীদের সাথে যোগাযোগ করি। রুপম দার স্ত্রী রুপসাদির সঙ্গে প্রথমে কথা হয়। উনি খুব উৎসাহ দেন। রুপম দাও খুব আগ্রহ নিয়েই রাজি হন। আজকের রূপম ইসলামের একক কনসার্টে কোন পারিশ্রমিক নিবেন না তিনি। শোয়ের টিকিটের সম্পূর্ণ অর্থ টিমের মুক্তিক্ষেত্র -এ দান করবেন।

শোয়ের টিকিটের দাম 299 টাকা। এবং আগ্রহীরা এর থেকে বেশি অর্থ দান করতে পারবেন। শো চলাকালীনও টিকিট কাউন্টার খোলা থাকবে। On-screen সেটা দেখাও যাবে। প্রায় আড়াই ঘন্টার এই শো দেখার জন্য ইতিমধ্যে 500 জন টিকিট কেটেছে। আশা করা যায় সংখ্যাটা আরো বাড়বে।

প্রিয় শিল্পীর গানের সাথে দুঃস্থ মানুষদের পাশে থাকার সুযোগ। সেই কারণেই বহু সাধারণ মানুষ রুপমের এই উদ্যোগে এগিয়ে এসেছেন।