LIC বেসরকারিকরণের প্রতিবাদে অমিত মিত্র, অর্থমন্ত্রীকে চিঠি দিলেন তিনি
ডেস্ক: ইতিমধ্যে একাধিক সরকারি সংস্থা ইতিমধ্যে বেসরকারিকরণ করেছে কেন্দ্র। এবারের এলআইসি সহ অন্যান্য সরকারি বীমা কোম্পানি গুলিকে বেসরকারিকরণ করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। এবং তারই প্রতিবাদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কে চিঠি লেখেন অমিত মিত্র।
দেশি সরকারি বীমা কোম্পানি গুলিকে বেসরকারিকরণ করার নীতি গ্রহণ করেছে কেন্দ্র এই খবর গোটা দেশের জন্য আতঙ্কের। কারণ দেশের অর্থনীতির পাশাপাশি মানুষের বড় ভরসার জায়গা এই বিমা কোম্পানিগুলি। সেই বিমা সংস্থাগুলিকে বেসরকারিকরণ করা হলে দেশের কোটি কোটি মানুষের দুর্দশা বাড়বে।
অমিত মিত্র চিঠিতে লেখেন, খবর আছে দেশের চার বিমা কোম্পানিকে বেসরকারিকরণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। পাশাপাশি বিমা আইনে এমন কিছু সংশোধন আনছে যাতে বেসরকারিকরণের পথ সুগম হবে। বেসরকারিকরণ করা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিকে। এই কোম্পানিতে কর্মরত 13, 961 জন মানুষ। প্রিমিয়াম হিসেবে কোম্পানিটি বছরে তোলে 17,515 কোটি টাকা। এই টাকার অধিকাংশই খেটে খাওয়া গরিব মানুষের। তাই এটি বেসরকারিকরণ করা হলে আতঙ্কগ্রস্ত হবে গরীব মানুষ।
দেশের সর্ববৃহৎ বীমা কোম্পানি এলআইসির বেসরকারিকরণ আশঙ্কা নিয়ে অমিত মিত্র আরও লেখেন, শুনছি এলআইসি ও বিক্রি করা হবে। দেশের অর্থনীতিতে 2020-21 অর্থবর্ষে এলআইসি দিয়েছে 36.76 লক্ষ টাকা। পাশাপাশি সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলি এলআইসির কাছ থেকে ঋণ নিয়েছে 21,000 কোটি টাকা। দেশের অর্থনীতিতে এই প্রতিষ্ঠানে কতটা অবদান রয়েছে তা বেশ স্পষ্ট। সাথেই এই কোম্পানির সাথে জড়িয়ে রয়েছে 12 থেকে 15 লাখ মানুষের জীবিকা। তাই এই ধরনের সরকারি প্রতিষ্ঠান বেসরকারিকরণের নীতি থেকে সরে আসুক কেন্দ্র। তা না হলে লাখ লাখ মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়বে।