বিনামুল্যে কোরোনায় আক্রান্ত রোগীদের পরিষেবা দিচ্ছেন এক অটো চালক

ডেস্ক: গোটা পৃথিবী জুড়ে এখনো এমন কিছু মানুষ আছে যাদের কারণে মানবতার অস্তিত্ব বজায় রয়েছে। না হলে মানুষের চিন্তা-ভাবনা এতটাই বিকৃত হয়ে গেছে যে এইরকম একটা বিপর্যস্ত সময় ও নিজের পকেটে ভরার কথা মাথায় রেখে সুযোগ নিচ্ছে রোগীদের। শুরু করেছে কালোবাজারি কোভিডের ওষুধ, অ্যাম্বুলেন্স, অক্সিজেন কোন কিছুই বাদ যাচ্ছে না লাগামছাড়া দাম বৃদ্ধির থেকে।

কোরোনায় সংক্রামিত রোগী অথবা কোরোনার উপসর্গ যুক্ত অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে মাত্রাহীন ভাড়া চাইছে এম্বুলেন্স। এমনকি অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে বন্ধক রাখাতে হচ্ছে গয়নাগাটি। তার জেরেই রীতিমতো হেনস্তার শিকার হচ্ছে রোগীর পরিবার। সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করানো সম্ভব হচ্ছে না রোগী কে।

কিন্তু এত কিছু খারাপের মধ্যেও একটু ভালো সংবাদ বেঁচে থাকার আশা দেখাচ্ছে সমাজকে। জয়নগরের দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অর্পণ মন্ডল। তিনি পেশায় একজন অটোচালক। দিন আনা দিন খাওয়া অটোচালকটি নিঃস্বার্থে কোরোনায় সংক্রমিত রোগীদের জয়নগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যাচ্ছেন।

অটোর সামনের লাগিয়ে রেখেছেন কোরোনায রোগীদের জন্য বিনামূল্যে পরিষেবা দেওয়ার বার্তা। মুখে মাস্ক পরা কিংবা স্যানিটাইজার ব্যবহার করা সতর্কতার বার্তাও সেখানে লিখে রেখেছেন। অটোতে মজুদ রাখা আছে স্যানিটাইজার ও মাস্ক।

ফোন করা মাত্রই অটো নিয়ে পিপিই কিট পড়ে পৌঁছে যাচ্ছেন অর্পণ, সেখান থেকে রোগীকে নির্দিষ্ট হাসপাতলে পৌঁছে দিচ্ছেন তিনি।