মাস্ক না পরায়ে FIR দায়ের করা হলো বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে

ডেস্ক: গোটা দেশ জুড়ে যেখানে কোরোনার সংক্রমণ প্রতিনিয়ত উর্দ্ধগামী, মানুষের মৃত্যু হার প্রতিদিন সেঞ্চুরি পার করছে। গতবছরের কোরোনার প্রথম ঢেউ এর সাথে মোকাবিলা করতে মানুষ সক্ষম হয়। কিন্তু দ্বিতীয় হয়ে ওঠে আরও ভয়াবহ।

বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচন প্রচারের কারণে আজ সংক্রমণ এতো পরিমান বৃদ্ধি পেয়েছে। দেশে নিয়ম সৃষ্টিকর্তারাই ভঙ্গ করছে নিয়ম।

এর মধ্যেই করোনা বিধি না মানার অভিযোগে বাবুল সুপ্রিয়র নামে FIR করল পুলিশ। জানা গিয়েছে, আসানসোলের এই বিজেপি সাংসদ মাস্ক না পরে জনসমক্ষে গিয়ে করোনা বিধি লংঘন করেছেন। তাই তাকে আগামী ৩ দিনের মধ্যে হাড়োয়া থানায় হাজিরা দিতে হবে।

বাবুল সুপ্রিয় এই বিষয় নিয়ে রাজ্য পুলিশের নিন্দা করেন। তিনি পুলিশদের “মমতার পুলিশ” বলে কটাক্ষ করেন। এবং বলেন, “বিজেপি প্রার্থী হয়ে হাড়োয়াতে প্রচার করতে আসায় মমতার পুলিশের এত সমস্যা। মন্তব্য নিষ্প্রয়োজন। আমার আইনজীবী সব ব্যাপার দেখে নেবে।”
এবং এসমস্ত ঘটনার পিছনে মমতা সরকার বলেও জানান তিনি। বাবুল সুপ্রিয় গত ১৪ এপ্রিল একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার সমর্থনে একটি জনসভা করতে আসেন। সেখানেই থাকে বেশিরভাগ সময় মাস্কবিহীন দেখা যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন শেষের আগে দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। ফলে নির্বাচনী প্রচারে তিনি সেই রূপ বেরোতে পারেননি। একুশের বিধানসভায় তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের প্রতিপক্ষ ছিলেন । প্রথম থেকেই বাবুল তার জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন । কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। অরূপ বিশ্বাস বাবুল সুপ্রিয়কে প্রায় ৫০ হাজার ব্যবধানের পরাজিত করেছিলেন।