মা ফ্লাইওভারের পিলারে ধাক্কা মারে এক বাস, ঘটে মর্মান্তিক দুর্ঘটনা

ডেস্ক: নিয়ন্ত্রনহীন গতির জেরে ফের দুর্ঘটনা কলকাতা শহরে। বুধবার সকালে কলকাতার মা ফ্লাইওভারের স্তম্ভে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। বাসের মধ্যে থাকা 11 জন যাত্রী আহত হন। ভর্তি করানো হয় তাদের হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দানে থাকা এলাকায়, চায়না টাউনের সামনে। পার্ক সার্কাস থেকে সাইন্স সিটির দিকে যাচ্ছিল কেপি-11 রুটের বেসরকারি বাসটি। আর সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি।

জানা গিয়েছে, বাসটির গতি এত দ্রুত ছিল যে নিয়ন্ত্রণ না রাখতে পেরে ধাক্কা মারে পিলারে। ধাক্কামারার পরই রীতিমতো দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ভেঙে যায় বাসের সামনের কাঁচ। বাসের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে যায় রক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর পলাতক বাসচালক। পুলিশ তার খোঁজে চালাচ্ছে তল্লাশি। কেন এত দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন চালক? অন্য কোন বাসের সঙ্গে রেষারেষি চলছিল কিনা, তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।

শহরে বিভিন্ন জায়গায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড মিটার বসানো রয়েছে। তারপরও দ্রুতগতিতে বাস চলাচল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর আগেও গত জুলাই মাসে শহরের রাস্তায় ঘটেছিল আরো এক মর্মান্তিক দুর্ঘটনা। মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে যাওয়া বেপরোয়া এক মিনিবাসের ধাক্কায় বাইক আরোহী এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। আহত হয় 15 জন বাস যাত্রী। ফোর্ট উইলিয়ামে সামনে ঘটেছিল সেই দুর্ঘটনা। সাউথ গেটের পাঁচিল ভেঙে ঢুকে গেছিল সেই বাস। বাসের সামনে থাকা ঐ বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।